Sunny Leone: সানি লিওনি নিজেকে আরও সুন্দর রাখতে, নিয়মিত এই ব্যায়াম গুলি করেন

Published By: Khabar India Online | Published On:

সানি লিওনি (Sunny Leone) ফিটনেস সচেতন। পর্ণ ইন্ডাস্ট্রিতে থাকার সময় নিয়মিত ওয়ার্কআউট করতেন।  নিজের সৌন্দর্যকে ঠিকঠাক ধরে রাখতে এই গুলো নিয়ম করে করা দরকার।

 সানি পেরিয়ে গিয়েছেন চল্লিশের ঘরে। তাঁর সৌন্দর্যে এতটুকু পড়েনি বয়সের ছাপ।

আরও পড়ুন -  WB State Govt Employees Update: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ডিএ বাড়েনি, তবে অবসরের প্রক্রিয়ায় পরিবর্তন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সানির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো রঙের পোশাক পরে মিররের সামনে ‘ওয়াই পোজ’ করছেন তিনি। প্রকৃতপক্ষে, সানিকে ভার্চুয়ালি ‘ওয়াই পোজ’-এর চ্যালেঞ্জ দিয়েছিলেন একজন তারকা। তা গ্রহণ করে এই ভিডিওটি বানিয়েছেন সানি। ফিটনেস না থাকলে ‘ওয়াই পোজ’ করা অসম্ভ। সানির এই ফিটনেসের মূলে রয়েছে যোগাসন।

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)