ঘনিষ্ঠ চুম্বনে অনীহা ! কিন্তু বলিউড স্টার

Published By: Khabar India Online | Published On:

‘কিসার’ বললেই চোখের সামনে ভেসে ওঠে ইমরান হাশমি (Emraan Hasmi)র মুখ। বলিউডে তাঁর মতো চুম্বন দৃশ্য ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পারেন না আর কোনো নায়ক। এই ধরনের দৃশ্য দেখে দৃষ্টিকটু মনে হলেও  অভিনয় করা অত্যন্ত কঠিন।

আরও পড়ুন -  প্রায় ১০০ জনকে কম্বল বিতরণ

 বলিউডে বেশ কিছু নায়ক রয়েছেন যাঁরা হঠাৎই চুম্বন দৃশ্যে অভিনয় করতে অনীহা প্রকাশ করেন।

 তালিকায় প্রথমেই নাম আসবে রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)। ‘জানে কাঁহা সে আয়ি হ্যায়’ ফিল্মে চুম্বন দৃশ্যে অভিনয় করতে চাননি তিনি। কিন্তু এই রীতেশ বেশ কয়েকটি ফিল্মে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ritesh Deshmukh (@riteishd)