Sri Lanka: প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা, শ্রীলঙ্কায়

Published By: Khabar India Online | Published On:

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারীরা। আগে করা হয়েছে ভাঙচুর।

শনিবার রাতে রাজধানী কলম্বোতে এই ঘটনা ঘটে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন -  Flying Motorcycle: উড়ন্ত মোটরসাইকেল! বাস্তবেই বাজারে আসতে যাচ্ছে

বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছেন। এরপর দেয়া হয় আগুন। এছাড়া প্রধানমন্ত্রীর কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

 সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও দেখা যায় প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন জ্বলতে।

আরও পড়ুন -  Johannesburg: নিহত বেড়ে ৭৩, পাঁচতলা ভবনে আগুন, জোহানেসবার্গে

আগুন দেয়ার আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন চাইলে তিনিও পদত্যাগ করতে ইচ্ছুক। দলীয় বৈঠকে এই ইচ্ছার কথা জানান তিনি।

সেই সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠনে তিনি পদত্যাগ করতে রাজি। সূত্র: বিবিসি। / ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  বিভিন্ন জায়গায় অভিযান চালালো ইংরেজবাজার থানার পুলিশ