Payal Rohatgi: পায়েল মা হতে পারবে না, এই কথা জেনেই হাসিমুখে কাছে টেনে নিলেন সংগ্রাম!

Published By: Khabar India Online | Published On:

পায়েল রোহাতগি (Payal Rohatgi) ও সংগ্রাম সিং (Sangram Singh)। 

জুলাই মাসে বিয়ে করবেন এমনটাই জানিয়েছিলেন সংগ্রাম ও পায়েল। দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে পরিণতি পেল সাতপাকে। বিয়ে হয়ে গেল পায়েল ও সংগ্রামের। তাঁদের প্রথম দেখা হওয়ার কাহিনীও রূপকথার মতোই। পায়েল ও সংগ্রামের প্রথম দেখা হয়েছিল হাইওয়েতে।

আরও পড়ুন -  হলুদ শাড়ি ফিনফিনে তিন সুন্দরীর গায়ে, আগুন এর মতন জ্বলে উঠলেন এই ভাবে

পায়েল রোহাতগি ও সংগ্রাম সিং

এক সাক্ষাৎকারে পায়েল জানিয়েছিলেন, তাঁর সাথে সংগ্রামের প্রথম দেখা হয়েছিল হাইওয়েতে। দিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে পায়েলের গাড়ি খারাপ হয়ে যায়। সেই সময় সংগ্রাম তাঁকে সাহায্য করেন। সেদিন দুজনেই দুজনের নম্বর কাছে রেখে দিয়েছিলেন।

আরও পড়ুন -  আবারও করোনায় মৃত্যু আসানসোলে

তবে কেও কাউকে ফোন করতেন না। ‘বিগ বস’-এর ঘরে এসেছিলেন পায়েল। শো থেকে বেরিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। হাতে তাঁর কোন কাজ ছিল না।

এমনকি প্রাক্তন প্রেমিক রাহুল মহাজন (Rahul Mahajan)এর বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে সকলেই তাঁকে দায়ী করেছিলেন। সেই সময় তাঁর পাশে এসে দাঁড়ান সংগ্রাম। বদলে দিয়েছিল পায়েলকে। তার পর শুভ পরিণয়।

 

View this post on Instagram

 

A post shared by payal Rohatgi (@team_payalrohatgi)