Gaurav Taneja: ইউটিউবার গ্রেফতার, মেট্রো স্টেশনে জন্মদিন পালন, প্রচুর অনুরাগী ডেকে

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়ার দৌলতে ইউটিউবাররাও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন। এই মুহূর্তে তাঁরা তারকার পর্যায়ে।

ইউটিউবারদের নিয়ে শুরু হয় বিতর্ক। সম্প্রতি কলকাতার বিখ্যাত ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Ray) গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র প্রতি অশ্লীল কটূক্তি করে। এবার জন্মদিন পালনের কারণে গ্রেফতার হলেন ইউটিউবার গৌরব তানেজা (Gaurav Taneja)।

শনিবার, 9 ই জুলাই, উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে গৌরবকে। তাঁর বিরুদ্ধে সেক্টর 51 মেট্রো স্টেশনে জন্মদিন পালনের অভিযোগ রয়েছে। ‘ফ্লাইং বিস্ট’, ‘ফিট মাসল টিভি’ ও –‘রসভরি কে পাপা’ নামে তিনটি ইউটিউব চ্যানেল চালান গৌরব।

আরও পড়ুন -  ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত যুবতী পঞ্চায়েত প্রধানের সঙ্গে, সাহসিকতার সব সীমা অতিক্রম করলো ওয়েব সিরিজটি

 নিজের ইন্সটাগ্রাম পেজে তিনি মেট্রো স্টেশনে তাঁর জন্মদিন পালন করার প্ল্যান শেয়ার করেছিলেন। তারপর 9 ই জুলাই, গৌরবের জন্মদিনে মেট্রো স্টেশনে ভিড় জমান তাঁর হাজার হাজার অনুরাগী। অত্যন্ত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় সেক্টর 51 মেট্রো স্টেশন জুড়ে। অবশেষে নয়ডা পুলিশের হাতে গ্রেফতার।

আরও পড়ুন -  Ushasie Chakraborty: খোলামেলা পোশাকে গোয়ায় জন্মদিন পালন জুন আন্টির