Twitter: চুক্তি বাতিল করছেন মাস্ক, টুইটার

Published By: Khabar India Online | Published On:

টুইটার কেনার ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তি বাতিল করছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

শুক্রবার বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বলেন, টুইটার তাদের ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ হয়েছে। টেসলার প্রধান নির্বাহীর এমন ঘোষণায় টুইটারের শেয়ার ৬ শতাংশ কমে গেছে।

সিকিউরিটি অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো চিঠিতে মাস্কের আইনজীবী বলেন, টুইটার ভুয়া অ্যাকাউন্টের তথ্য চেয়ে করা একাধিক অনুরোধে সাড়া দেয়নি বা তারা বিষয়টি অস্বীকার করেছে।

আরও পড়ুন -  একরত্তি মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন অভিনেত্রী কণীনিকা

চিঠিতে বলা হয়েছে, টুইটার কখনো মাস্কের অনুরোধ উপেক্ষা করেছে, কখনো এগুলোকে অযৌক্তিক মনে হওয়ায় প্রত্যাখ্যান করেছে। আবার কখনো মাস্ককে অসম্পূর্ণ তথ্য দিয়ে সেগুলোকে মানতে বলেছে।

 শুক্রবার টুইটার কোম্পানির বোর্ড চেয়ারম্যান ব্রেট টেলর এক টুইট বার্তায় বলেন, চুক্তি কার্যকরের জন্য আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে টুইটার। টুইটার কেনার সময় হওয়া চুক্তির শর্তানুসারে, চুক্তিটি বাতিল করলে মাস্ককে এক বিলিয়ন ডলার দিতে হবে।

আরও পড়ুন -  Kareena Kapoor: কারিনা কাপুর, তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন !

গত এপ্রিলে বোর্ড সর্বসম্মতিক্রমে ৪ হাজার ৪০০ কোটি ডলারে প্ল্যাটফর্মটি মাস্কের কাছে বিক্রি করতে রাজি হয়েছিলো। এরপর মাস্ককে টুইটারের অভ্যন্তরীণ ডেটার অ্যাক্সেস দেয়া হয়। মাস্কের দল এখনো টুইটারে কত শতাংশ জাল অ্যাকাউন্ট রয়েছে তা খুঁজে বের করতে পারেনি।

আরও পড়ুন -  Microsoft: বিল গেটসের মাইক্রোসফট, ১১ হাজার কর্মী ছাঁটাই করবে

টুইটারের সিইও পরাগ আগারওয়াল গত মে মাসে বলেছিলেন, প্ল্যাটফর্মে মাত্র পাঁচ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। আবার অনেক অ্যাকাউন্ট ভুয়া দেখালেও সেগুলো সঠিক ব্যক্তি দ্বারাই পরিচালিত। কিন্তু কিছু অ্যাকাউন্ট আসলেই ভুয়া।

সূত্র : রয়টার্স।