নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ দন্ত চিকিৎসকের মানবতার নজির, বিনামূল্যে রোগী দেখার কাজ করে চলেছেন।
ডাক্তার আমাদের কাছে ভগবান স্বরূপ, তবে ইদানিং কিছু চিকিৎসকেরা তাদের পেশাগত কারনে রোগীর আত্মীয় পরিজনের কাছে ‘টাকাখোকো’ ছাড়া আর কিছুই নয়। রোগীর পরিবারের সদস্যদের কাছে মানবিকতা দেখানো তো দূরের কথা অর্থ না দিলে সঠিক ভাবে চিকিৎসাই করেন না তারা। এই বিষয়ে প্রচুর অভিযোগ পাওয়া যায় । তবে একবারে উলটো চিত্রও ধরা পড়লো শিলিগুড়ি শহরের উপকন্ঠে। যেখানে এক দন্ত চিকিৎসক তার নিজের ক্লিনিকে একবারে বিনামূল্যে রোগীদের দাঁত নিয়ে ফ্রি কনসালটেশন এবং কাউন্সিলিং করে যাচ্ছেন। হ্যা, ঠিকেই শুনেছেন। ডাক্তার সুপ্রীত কৌর ছাবড়া যিনি একজন বিডিএস ও এমডিএস। শিলিগুড়ির দাগাপুরের গনপতি প্লাজায় গত এপ্রিলে তিনি নিজের এক ক্লিনিক খুলেছিলেন।তিনি জানান, এলাকার আশেপাশের লোকদের দাঁত নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তার এই ক্লিনিক খোলা। তার ক্লিনিকেই বিশেষ শিবির খুলে তিনি সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের দেখেন।যার যেমন সমস্যা সেই হিসাবে তিনি প্রেস্ক্রাইবও করে দেন।তিনি রোগীদের কাছ থেকে কোনো অর্থ নেন না। বর্তমান সময়ে চিকিৎসকের এই রূপ দেখতে পেয়ে খুশি এলাকার মানুষজন থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা। দাঁতের চিকিৎসা করাতে আসা এক ব্যাক্তি জানালেন,”অনেক দিন থেকে তার দাঁতে ব্যাথা, ডাক্তারের কাছে যাবো যাবো বলে যাওয়া হয়েছিল না,। এদিন ম্যাডামের কাছে দেখাতে এলাম। উনি আমার দাঁত দেখে বিনামূল্যে পরামর্শ দিলেন”।
সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য ডাক্তার সুপ্রীত কৌর ছাবড়ার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।