প্রথম আয় ছিল ৫০০ টাকা, সামান্থা প্রথমে হোটেলে কাজ করতেন, তখন দ্বাদশ শ্রেণি’র ছাত্রী!

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এখন যিনি দক্ষিণী চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। সামান্থার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ‘পুষ্পা’ ছবিতে আইটেম গান করেও হইচই ফেলে দিয়েছেন তিনি।

আরও পড়ুন -  গোলাপি বিকিনি পরে নাচলেন মন্দিরা, নেটদুনিয়া অবাক !

নাম, যশ এবং অর্থ,  সবই পেয়েছেন এই তারকা। কিন্তু জীবনের গল্পটা আজকের মতো অতোটাও মসৃন ছিল না। জীবনের গল্পটা বেশ সংগ্রামের।

একসময় সামান্থাকে হোটেলে কাজ করতে হয়েছে। সেখানেই তিনি প্রথম উপার্জনের স্বাদ পেয়েছিলেন, মাত্র ৫০০ টাকা।

আরও পড়ুন -  নির্বাচন কমিশন বয়স্ক ও প্রতিবন্ধীদের কথা চিন্তা করে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করেছেন

অতীতের সেই ঘটনা তিনি নিজেই প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে অংশ নেন সামান্থা। এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, সামান্থার প্রথম উপার্জন কত ছিল?

এর উত্তরে সামান্থা জানান, তার প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ তাকা! একটি হোটেলে ৮ ঘণ্টা সেবা দেয়ার জন্য ওই পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন -  রাজ্যসভার প্রার্থী হিসেবে যেতে পারেন মুকুল রায়, বিজেপিকে নতুন করে চাপে রাখতে

 হোটেলের একটি কনফারেন্সের জন্য ৮ ঘণ্টা সেবা দিয়েছিলেন সামান্থা। তখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়তেন।