Karan-Alia: ফুলশয্যা রাতে আনন্দ হয়নি! গোপন কথা ফাঁস আলিয়ার

Published By: Khabar India Online | Published On:

 ১৪ তারিখ বিয়ে, জুনের ২৭ তারিখ মা হওয়ার খবর। দু’দুটো ধামাকা করলেন পর্দার গাঙ্গুবাই ওরফে আলিয়া ভাট। অনেকেই ভেবেছিলেন দীপিকা, ক্যাটরিনার মতন আলিয়াও রণবীরের থালার মাছ। কিন্তু, রণবীর এবারে এক্কেবারে সিরিয়াস। আর হবেই বা না কেনো? বয়স তাঁর ৪০ ছুঁই ছুঁই। এই বয়সে এসে একজন সুপুরুষ সিরিয়াস হবেন এটাই স্বাভাবিক। বাবা হতে চলেছে রণবীর কাপুর।

আরও পড়ুন -  Ranbir-Disha: দিশা পাটানি সমস্যায় পড়তেন, রণবীর কাপুরের জন্য

সম্প্রতি, আলিয়া এসেছিলেন করণ জোহরের Koffee With Karan শোতে। বিয়ের পরপর আসেন আলিয়া, সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান।

করণ, আলিয়ার থেকে জানতে চান যে তার সুহাগরাত অর্থাৎ ফুলশয্যা কেমন কেটেছে। বিয়ে বা ফুলশয্যার রাত নিয়ে একটা মিথ ছিল যা বিয়ের পর ভেঙে গিয়েছে আলিয়ার মন থেকে। আলিয়ার জবাব শুনে অবাক হয়ে যান করণ। সেদিন রণবীর পত্নী বলে বসেন, ‘সুহাগরাত বলে কিছু হয় না। কারণ তুমি ভীষণ ক্লান্ত থাকো।’ মনে মনে ভাবা হয় ভীষণ আনন্দ উপভোগের দিন, প্রকৃতপক্ষে তা হয় না।

আরও পড়ুন -  গোপন