কলকাতার সিনেমা সিয়ামের গল্পে, থাকছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী

Published By: Khabar India Online | Published On:

 ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যস্ততম নায়ক সিয়াম আহমেদ, যার হাতে রয়েছে একাধিক সিনেমা। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারেই মুক্তি পেয়েছে সাতটি সিনেমা, দর্শকমহলে বেশ প্রশংসিত। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, একটি হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি, যার নাম ‘ইন দ্য রিং’। এখানে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী মিথিলা পালকার।

এখন জানা গেলো নতুন আরও এক খবর, কলকাতার সিনেমায় অভিনয় করতে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক। কলকাতার সিনেমায় এই প্রথম। নাম চুড়ান্ত না হওয়া এই সিনেমাটির গল্পভাবনা সিয়ামের নিজের। সিনেমাটিতে সিয়াম ছাড়া আরও অভিনয় করবেন, সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি ও আয়ুষী তালুকদার। পরিচালনা করবেন পরিচালক সায়ন্তন ঘোষাল।

আরও পড়ুন -  Hilsa Fish: বাজারে একটা গন্ধ পাওয়া গেছে, হ্যাঁ ইলিশ! দাম শুনলে দেখে চলে যেতে হবে!

পারিবারিক গল্প নিয়ে এই সিনেমাটিতে উঠে আসবে দুটি প্রজন্মের গল্প। সবকিছু ঠিক থাকলে আগস্টে লন্ডনে শুরু হবে শুটিং। এমনটাই জানা গিয়েছে।

প্রথমবার কলকাতার ছবি করতে যাওয়ায় ভীষণ উচ্ছ্বাসিত সিয়াম বললেন, ‘তিনি (প্রসেনজিৎ) কলকাতার সিনেমার সাইনবোর্ড। তার সঙ্গে কাজ করতে পারলে অনেককিছু শিখতে পারবো। এই প্রজেক্ট নিয়ে প্রযোজকের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলাপ হচ্ছিল। চাচ্ছিলাম কলকাতায় প্রথম যে ছবিটা করব, সেটার সঙ্গে আমাদের দেশের দর্শকরাও যেন রিলেট করতে পারে। যেহেতু দুই বাংলার মানুষের আবেগ-অনুভূতি প্রায় একই, সেই জায়গা থেকে সোশ্যাল ড্রামার গল্প আমরা সিলেক্ট করেছি। এটি একটি ফ্যামিলি ড্রামা। দুইটা জেনারেশনের মেলবন্ধন ঘটেছে এই গল্পে। গল্পটা শেয়ার করার পর ওনারা পছন্দ করেন।’

আরও পড়ুন -  Actress Sravanti Chatterjee: তোপের মুখে শ্রাবন্তী, ছবি তুলে

‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘শান’ খ্যাত এ নায়ক আরও বলেন, ‘গল্পটা শেয়ার করার পর প্রসেনজিৎ দা খুব পছন্দ করেন। ওনার সঙ্গে এই প্রজেক্ট নিয়ে এখনো কোনো কথা হয়নি তবে তিনি এর আগে যখন বাংলাদেশে এসেছিলেন তখন আলাপ হয়েছিল।’

আরও পড়ুন -  Imran Khan: জরুরি অবতরণ ইমরান খানের হেলিকপ্টার, আবারও

সিয়ামের গল্প-ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। এটি প্রযোজনা করছে শ্যাডো ফিল্মস ও রোডশো ফিল্মস।