Sydney Floods: প্রায় ৫০ হাজার মানুষ ঘরহীন, সিডনি বন্যায় ভাসছে‌

Published By: Khabar India Online | Published On:

ভয়াবহ বন্যা সিডনিতে। শতাধিক বাড়ি ভেসে গেছে। দুর্দশাগ্রস্ত ৫০ হাজার অস্ট্রেলিয়ার মানুষ।

দুর্যোগ মোকাবিলায় নেমেছে ইমার্জেন্সি রেসপন্স টিম।জলে ডুবতে বসা গাড়িতে আটকে পড়েছেন বহু মানুষ। ইমার্জেন্সি সার্ভিস ম্যানেজার অ্যাশলে সুলিভান জানিয়েছেন, জলপ্লাবিত গাড়ি ও ডুবে যাওয়া বাড়ি থেকে দুর্গত মানুষদের উদ্ধারের কাজ চলছে।

আরও পড়ুন -  California: বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, তুষার ঝড় এবং বন্যায়

টানা কদিন ধরে বৃষ্টি চলছে, অতিরিক্ত বৃষ্টির জেরেই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি বলে জানা গেছে। বাঁধগুলি জলেতে পূর্ণ হয়ে প্লাবিত হয়ে গেছে। বাঁধের দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ফলে ফ্লাড-ইমার্জেন্সির পরিস্থিতি তৈরি হয়েছে। বিপন্ন মানুষজনকে বিপদগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজকর্ম যথারীতি শুরু হয়ে গেছে।

আরও পড়ুন -  Lakshmi Pujo: মালদার ইংরেজবাজার শহরের বিভিন্ন রাস্তায় জল, তার মধ্যেই লক্ষ্মী পূজা

বিপদ এখনও কাটেনি। যে কোনও মুহূর্তে যে কোনও জায়গায় ফ্লাশ ফ্লাড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সূত্র: জি নিউজ। / ছবি: জি নিউজ।