যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগো নগরীর কাছে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় নিহত হয়েছেন ৬ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, শিকাগোর হাইল্যান্ড পার্ক এলাকায় স্থানীয় সময় সকাল ১০ টার দিকে স্বাধীনতা দিবসের প্যারেডের কুচকাওয়াজ শুরু হওয়ার প্রায় ১০ মিনিট পর গুলির শব্দে আকস্মিক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আহতদের ছোটাছুটি করতেও দেখা যায়
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে বেশ কয়েকটি রক্তাক্ত দেহ চাদর দিয়ে ঢাকা অবস্থায় দেখেছেন তারা।
শিকাগো নগর কর্তৃপক্ষ জানিয়েছে, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ চালাচ্ছে। একটি আগ্নেয়াস্ত্রের প্রমাণ উদ্ধার করা হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা এই ব্যাপারে কাজ করছেন। গোলাগুলির ঘটনার পর ২৪ জনকে হাসপাতালে দেয়া হয়েছে বলেও জানায় তারা। ছবি- শিকাগো সান টাইমস।