Lifestyle: রাত জেগে ইন্টারনেটে সার্চ করেন এই জিনিস গুলো মেয়েরা, চমকে যাবেন

Published By: Khabar India Online | Published On:

ছেলের থেকে মেয়েদের মধ্যে কিছু ফারাক থাকবেই। যতই বলি না কেন আমরা সবাই সমান। না, এটা একেবারেই সত্যি নয়। আমাদের চিন্তাভাবনার বিরাট ফারাক রয়েছে।

 শপিং অ্যাপ দেখা। মেয়েরা সাজুগুজু করতে পছন্দ করে। বিশ্রামের সময় তারা দেখে নেয় কি কি কিনবেন?  কোন ড্রেস নেই, যেটা কিনতে হবে। শুধু ড্রেস নয়, জুতো, ঘড়ি এবং মেক আপ কিটস, তারপর রান্নাঘরের সরঞ্জাম।

আরও পড়ুন -  Urfi Javed: ধার করে পোশাক পরতে হতো, চমকে যাবেন উর্ফির অতীত শুনলে

রিপিট টেলিকাস্ট সিরিয়াল।  মেয়েরা ধারাবাহিক দেখতে পছন্দ করেন। কাজের মধ্যে সময় হয় না। তাই ট্রেনে বাসে যাতায়াত করার সময় বা ঘুমনোর আগে দেখে নেন।

এরপর কে কেমন দেখতে তার উপর একটু নজরদারি করা।

আরও পড়ুন -  Ricky: রিকি লাইটফুট, দৌড়ে ঘোড়াকে হারিয়ে দিয়েছেন !