Submerged: চাষের জমি সহ বাড়ি জলমগ্ন হওয়ায়, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ   চাষের জমি সহ বাড়ি জলমগ্ন হওয়ায় জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের।

বৃষ্টির জল বেরিয়ে যেতে না পারায় জলমগ্ন হয়েছে চাষের জমি সহ বেশ কিছু বাড়ি। যার জেরে যেমন বাড়িতে উঠতে সমস্যা হচ্ছে স্থানীয়দের তেমনি করে আবাদী জমিতে আবাদ করতে না পারায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের দাড়ি ভিজা ব্রিজ সংলগ্ন এলাকায়। এই ঘটনার জেরে স্থানীয় মানুষেরা বিক্ষুব্ধ হয়ে ময়নাগুড়ি মালবাজারগামী ৩১ নং জাতীয় সড়ক অবরোধের শামিল হন রবিবার। অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। স্থানীয়দের অভিযোগ, নিকাশী নালার জন্য কালভার্ট থাকলেও সেখানে তৈরি করা হয়েছে কৃত্রিম বাঁধ। যার জেরে প্রায় দেড়শ বাড়ি ও জমির জল বেরিয়ে আসতে পারছে না। ফলে জলমগ্ন হয়েছে ওই এলাকাগুলি। দ্রুত এই সমস্যার আর্জি জানিয়েছেন বাসিন্দারা। এমনকি সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এদিন। স্থানীয় বাসিন্দা ঋসিকান্ত রায় বলেন,”জল জমে বাড়িঘর ডুবে রয়েছে। এমনকি আমাদের আবাদী জমিগুলিতে জল জমে থাকা কোনরকম কাজকর্ম করতে পারছি না। এর ফলে আমরা ব্যাপক সমস্যায় পড়েছি।”

আরও পড়ুন -  পানীয়জলের সমস্যায় ভুক্তভোগী হয়ে পথে নামলো গ্রামবাসী, দশ দিন পানীয় জল নেই !

জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন। জাতীয় সড়কে অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: শ্রাবন্তীর হট পোজ, উন্মুক্ত ক্লিভেজ, দুধ সাদা বিছানায়