Khuntipujo: দুর্গাপূজাকে কেন্দ্র করে খুঁটিপুজো ও কাঠামো পুজো

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ   দুর্গাপূজাকে কেন্দ্র করে খুঁটিপুজো ও কাঠামো পুজো।

আসন্ন দুর্গাপূজা। তার আগেই ময়নাগুড়ির বিগ বাজেটের পুজো গুলোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার রথযাত্রার পূর্ণ লগ্নে ময়নাগুড়ি বিবেকানন্দ ক্লাবের দুর্গা পূজার জন্য খুঁটি পূজা ও কাঠামো পূজার আয়োজন করা হলো। এই পূজার মধ্য দিয়ে ই শুরু হয়ে গেল বিবেকানন্দ ক্লাবের দুর্গা পূজার ডামাডোল। জানা গেছে ময়নাগুড়ির বিগ বাজেটের দুর্গা পুজোর মধ্যে অন্যতম ময়নাগুড়ির বিবেকানন্দ ক্লাব।

আরও পড়ুন -  Shreya Ghoshal: দেবযান মায়ের কোলে দাদুর জন্মদিন পালন করলেন মা শ্রেয়া ঘোষাল এর সাথে

গত দুবছর করোণা পরিস্থিতির কারণে পুজো জমজমাট না হলেও এ বছর জাঁকজমকপূর্ণ পুজো হবে বলেই আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব সদস্য জানান, ময়নাগুড়িবাসী অপেক্ষায় রয়েছেন যে ময়নাগুড়ি বিবেকানন্দ ক্লাব এবার কি থিমের উপর মণ্ডপ তৈরি করবে। সেই বিষয়টি আমরা পরে জানাবো। তবে খুঁটি পূজার মধ্য দিয়ে আমাদের কার্যকলাপ শুরু হয়ে গেল। এবছর জাঁকজমকপূর্ণ পুজো হবে বলেই আমরা আশাবাদী।

আরও পড়ুন -  World Football 2021: দেখতে দেখতে চলে যাচ্ছে আরও একটি বছর, বিশ্ব ফুটবলে কেমন ছিলো ২০২১