Koel Mallick: সিক্রেট ফাঁস করলেন কোয়েল

Published By: Khabar India Online | Published On:

পর্দায় যেমন তার জনপ্রিয়তা, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কোয়েল মল্লিক।

ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২২ লাখ, ফেসবুকে ১৩ লাখ, টুইটারে ১৪ লাখ। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নানান জিনিস আপলোড করেন কোয়েল। কখনও তার ছবির খবর, কখনও মডেলিংয়ের ছবি, কখনও আবার পারিবারিক মুহূর্ত বা ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  তাসনিয়া ফারিণ হানিমুনে

বৃহস্পতিবার বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস। সেই উপলক্ষে কোয়েল জানালেন সোশ্যাল মিডিয়া ঘিরে তার কিছু গোপন তথ্য।

প্রশ্ন: কোয়েলের ফেভারিট সোশ্যাল সাইট?

কোয়েল: এখন, ইনস্টাগ্রাম

প্রশ্ন: প্রথম কী টুইট করেছিলেন?

আরও পড়ুন -  সূর্যবংশম’-এর ‘গৌরী’ মনে পরে, বদলে গেল পুরো লুক, তাঁর সুন্দর ছবি দেখে নিন

কোয়েল: ২০১১ সালে পাগলুর শুটিংয়ের সময় আমার প্রচন্ড কনজাংটিভাইটিস হয়েছিল, আমি ভেবেছিলাম সেটাই আমি প্রথম টুইট করব।

প্রশ্ন: কেন জয়েন করেছিলেন সোশ্যাল মিডিয়ায়?

কোয়েল: কারণ, আমি সবার সঙ্গে যোগাযোগ রাখতে চাই আর এর চেয়ে ভালো যোগাযোগের মাধ্যম আর কী হতে পারে?

আরও পড়ুন -  তামান্না ভাটিয়া, ‘লাস্ট স্টোরিজ 2’-এর পর আরও সাহসী, ছবি রইল দেখুন

সবাইকে বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবসের শুভেচ্ছা জানান কোয়েল। দায়িত্ব সহকারে সবাইকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আবেদন করেন নায়িকা। সূত্র: জি নিউজ।