Rachna Banerjee: রচনা ব্যানার্জী ‘দিদি নং ১’ থেকে সাময়িক বিরতি, কেন ?

Published By: Khabar India Online | Published On:

রচনা ব্যানার্জী (Rachana Banerjee) টলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা ও ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার। একমাত্র পুত্রসন্তানের জন্মের পর রচনা ফিল্ম থেকে নিয়েছিলেন সাময়িক বিরতি।

কিন্তু সেই ভিড়েও আলাদা ছিলেন শিবপ্রসাদ (Shibaprashad)নন্দিতা (Nandita) জুটি। তাঁদের পরিচালিত ফিল্মের মাধ্যমেই আবারও রূপোলি পর্দায় কামব্যাক করেছেন রচনা। একটি ফিল্মের পর আর সেভাবে অভিনয় করতে দেখা গেলো না। কিন্তু ছোট পর্দায় ‘দিদি নং ওয়ান’ দেখা গেল।

আরও পড়ুন -  Indian Railways: শিয়ালদহ ডিভিশনের বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে

‘দিদি নং ওয়ান’ এর দ্বিতীয় সিজন থেকে একটানা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রচনা। তবে একটি সিজনে কোনো অজ্ঞাত কারণে দেবশ্রী রায় (Debashree Ray) কে ‘দিদি নং ওয়ান’ সঞ্চালনার ভার দেওয়া হলেও শোয়ের টিআরপি মারাত্মক ভাবে পড়ে যায়। আবারও ফিরিয়ে আনা হয় রচনাকে। গত বছর বাবার মৃত্যুর কারণে কিছুদিন বিরতি নিয়েছিলেন রচনা।

আরও পড়ুন -  পলাশের "ফেকমুখ" - এর দৃশ্যগ্রহণ

 সম্প্রতি আবারও বিরতি নিতে হয়েছিল রচনাকে।

বাড়িতে ওয়ার্কআউট করতে গিয়ে পায়ের কার্টিলেজে চোট পেয়েছিলেন রচনা। চিকিৎসকের নির্দেশে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে। ফলে চারদিন সেটে আসতে পারেননি রচনা। কিন্তু ‘দিদি নং ওয়ান’ ও রচনা সমার্থক। ফলে আবারও ফিরেছেন রচনা।

আরও পড়ুন -  Rachna Banerjee: শুটিংয়ের ফাঁকে ছেলের সঙ্গে রেস্টুরেন্টে, রচনা বন্দ্যোপাধ্যায়