Sovan-Baishakhi: অভিমানের সুর শোভন বান্ধবী বৈশাখীর গলায়, নোংরা প্রস্তাব দিতে চেয়েছিলেন বিজেপি নেতারা

Published By: Khabar India Online | Published On:

শোভন-বৈশাখী’র (Sovan-Baisakhi) মাখোমাখো প্রেম বহুদিন ধরেই মুখরোচক গল্পের মতন লোকের মুখে মুখে ঘুরেছে। দুজনেই থাকেন এক ছাদের তলায়। ডিভোর্স হয়েছে বৈশাখীর। একমাত্র মেয়েকে নিয়ে প্রাক্তন মেয়র শোভন বাবুর সঙ্গে থাকেন বৈশাখী (Baishakhi Banerjee)।

আরও পড়ুন -  Viral Video: নতুন বউ, মালাবদল হতেই নাচতে শুরু করল বিয়ের মঞ্চে, বর চমকে গেল

গত বছর পুজোর সময়, দশমীর সন্ধ্যায় এক বেসরকারি বৈদ্যুতিন চ্যানেলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মায়ের সামনেই বৈশাখী বন্দোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর তুলে দেন রত্না চট্টোপাধ্যায়ের স্বামী তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। হইচই শুরু হয় চারিদিকে।

আরও পড়ুন -  ৫৬৮৩০ টাকা সুদ পাবেন এই স্কিমে পোস্ট অফিসের, সম্প্রতি সুদ বাড়িয়েছে সরকার

সকলের মুখে রীতিমত ঝামা ঘষে শোভন বৈশাখী এখন একে অপরের সঙ্গী। বৈশাখীর কথায়, ও আমার অস্তিত্বের অংশ, আমি ওর অস্তিত্বের অংশ। এমন গদগদ প্রেম দেখে এখনও বহু মানুষ গসিপ করে। তাদের মতে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে শোভন বাবুর। কেউ কেউ বৈশাখীর নাম ও সাজগোজ নিয়েও মিম বানায়।

আরও পড়ুন -  Footpath Trader: তৃণমূল করার অভিযোগে এক ফুটপাত ব্যবসায়ীর দোকান বন্ধ করে দিল