Rekha: প্রায় আড়াই বছর না খেয়ে কাটাতে বাধ্য হতে হয়েছিলো রেখা -কে

Published By: Khabar India Online | Published On:

রেখা (Reekha), বিগত কয়েক দশক পেরিয়ে পুরুষের হৃদয়ে তাঁর বাস। মহিলাদের কাছে ঈর্ষণীয় তাঁর রূপ। এভারগ্রিন রেখার বিউটি সিক্রেট এখনও অবধি সকলের কাছে ‘ওপেন সিক্রেট’। কিন্তু একসময় আড়াই বছর প্রায় না খেয়ে কাটিয়েছিলেন রেখা।

আরও পড়ুন -  নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন রেখা এবং ওমপুরি সবার সামনে শুটিং-এ, বিতর্ক দীর্ঘসময় ছিলো

সেই সময় না খেয়ে কাটাতে বাধ্য হয়েছিলেন তিনি। দক্ষিণী তারকা জেমিনি গণেশন (Jemini Ganeshan)এর কন্যা রেখার মা একদা অভিনেত্রী ছিলেন। কিন্তু জেমিনির সাথে সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি।

আরও পড়ুন -  রাজ্যে ফের চালু হলো কনটেইনমেন্ট জোন, দেখুন কোন এলাকাগুলি এলো এই জোনের আওতায়

পরপর কয়েকজন সন্তানের জন্ম দিলেও আইনত ওই অভিনেত্রীকে স্ত্রীর মর্যাদা দেননি জেমিনি। অভিনয় জগতে কোণঠাসা হয়ে একসময় মুম্বইয়ে এসে আয়ার কাজ নেন রেখার মা। অত্যন্ত সামান্য রোজগারে সংসার চালাতেন। রেখার মা কাজে বেরিয়ে গেলে রেখার উপর থাকত তাঁর ভাই-বোনদের দায়িত্ব।