Zeenat Aman: জিনাত চেয়েছিলেন ভালোবাসা পেতে, মা হওয়ার ইচ্ছা

Published By: Khabar India Online | Published On:

জিনাত আমন (Zeenat Aman) বলিউডের আইকনিক বোল্ড নায়িকা হলেও তাঁর পারিবারিক জীবন কোনো ঝড়ের তুলনায় কম নয়। শৈশব থেকে জিনাত চেয়েছিলেন ভালোবাসা পেতে। ছোট বেলায় মা-বাবার অশান্তি ও বিবাহ বিচ্ছেদ জিনাতের জীবনের উপর প্রভাব পড়েছিল। পারিবারিক সমস্যা থেকে বাঁচতেই ভারতে চলে আসেন।

আরও পড়ুন -  Sonam Kapoor: সোনাম কাপুর মা হলেন, কাপুর পরিবারে খুশির বন্যা

 হাতখরচ চালানোর জন্য টুকটাক মডেলিং করতে করতেই ‘মিস ইন্ডিয়া’-র শিরোপা মাথায় ওঠে জিনাতের। তাঁকে পরিচিতি দেয় রাজ কাপুর (Raj Kapoor) নির্মিত ফিল্ম ‘সত্যম শিবম সুন্দরম’। ধীরে ধীরে বলিউডের নায়িকা হওয়ার পাশাপাশি তিনি জড়িয়ে পড়েছিলেন সঞ্জয় খান (Sanjay Khan)এর সাথে।

সঞ্জয় বিবাহিত জেনেও এই সম্পর্কে জড়িয়েছিলেন। সঞ্জয়ের শারীরিক নির্যাতনের ফলে এক চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছিলেন। তারপর তিনি বেরিয়ে আসেন এই সম্পর্ক থেকে। ততদিনে তাঁর জীবনে এসেছেন মজহার খান (Mazhar Khan)।

আরও পড়ুন -  পুজোর মাসেই কি আসছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ? আশঙ্কা জাগাচ্ছে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট