Sandipta Sen: সন্দীপ্তা ওপেন করে দিলেন, প্রেমের কথা, তিনি কে ?

Published By: Khabar India Online | Published On:

 সুন্দরী অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। একটা সময় তার নাম জড়ায় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির সঙ্গে। পাট এখন চুকে গেছে। রাহুল ও সন্দীপ্তা বরাবর জানান যে তারা শুধুমাত্র ভালো বন্ধু। সেইবারের গুঞ্জন মিথ্যে হলেও এবারের গুঞ্জন এক্কেবারে ঠিক।

আরও পড়ুন -  প্রেমের ঝর্ণাধারা

অভিনেত্রী যখন দেশের বাইরে ভ্রমণে ব্যস্ত, তখন টেলি পাড়ায় গুঞ্জন ওঠে, প্রেম করছেন সন্দীপ্তা সেন।

 সেই গুঞ্জনে শিলমোহর দেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় মনের মানুষের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন গল্প হলেও সত্যি। জানা গিয়েছে, অভিনেত্রী যার সঙ্গে প্রেম করছেন তিনিও এই ইন্ডাস্ট্রির একজন। ব্যাক ক্যামেরা বহু কাজ করেছেন। তিনি একটি জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মে কর্মরত। সম্প্রতি ‘দ্য একেন’ ছবির সৃজনশীল প্রযোজনার দায়িত্বে ছিলেন। নাম সৌম্য মুখোপাধ্যায়।

আরও পড়ুন -  Bus Fares: ভাইফোঁটার পর বাস ভাড়া বাড়তে পারে

অভিনেত্রীর ইচ্ছা ছিল জন্মদিনের দিন প্রেমের খবর প্রকাশ্যে আনবেন। কিন্তু, সেটি আর হল না। তড়িঘড়ি প্রেমিকের ছবি প্রকাশে নিয়েই এলেন। অভিনেত্রী জানান এটা খুবই নতুন সম্পর্ক তাদের।

আরও পড়ুন -  স্পেকট্রাম নিলাম সম্পন্ন হয়েছে; প্রত্যাশার চেয়ে অধিক সাড়া পাওয়া গেছে