Rashmika Mandannar: সম্পত্তির পরিমাণ আপনাকে চমকে দিতে পারে অভিনেত্রী রশ্মিকা

Published By: Khabar India Online | Published On:

অভিনয়ে আত্মপ্রকাশ ২০১৬ সালে। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মান্দান্নার। ‘কিরিক পার্টি’ থেকে ‘গীতগোবিন্দম’ হয়ে ‘পুষ্পা: দ্য রাইজ’বহু হিট ছবি উপহার দিয়ে চলেছেন অভিনেত্রী।

খ্যাতির সাথে বাড়ছে সম্পত্তির পরিমাণও। বিলাসবহুল বহুমূল্য গাড়ির সংগ্রহ তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি ক্লাস, অডি কিউ থ্রি আর রেঞ্জ রোভারের মতো গাড়িও।

আরও পড়ুন -  বেডরুমে কুকীর্তি খেসারির এই সুন্দরী নায়িকার সাথে, ভিডিওটি দেখবেন না সকলের সামনে

রিয়্যাল এস্টেটেও বিপুল বিনিয়োগ করেছেন রশ্মিকা। বেঙ্গালুরুতে তার বর্তমানে একটি বিশাল প্রাসাদ রয়েছে, যার মূল্য ৪ কোটি টাকা। মুম্বাইতেও তিনি এক বিলাসবহুল বাড়ির মালকিন বলে খবর।
স্বল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নিয়েছেন রশ্মিকা। বর্তমানে দক্ষিণের সব থেকে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে রয়েছেন তিনি। ছবি পিছু ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন। সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ এখন ৪৫ কোটি টাকারও বেশি বলে জানাচ্ছে বিভিন্ন সূত্র।

আরও পড়ুন -  এক তুলোর দোকানে আগুন

যদিও অভিনেত্রী বর্তমানে বড় বড় কাজের সূত্রেই শিরোনামে রয়েছেন, তার প্রেম নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে সম্প্রতি।