33 C
Kolkata
Friday, March 29, 2024

Jalpaiguri: গ্রামে দুয়ারে নদী, গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন

Must Read

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   চব্বিশ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, গ্রামে দুয়ারে নদী, গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন।

অতিবৃষ্টির সতর্কতা আগেই ছিলো, মঙ্গলবার ভোর থেকে ব্যাপক বৃষ্টিতে পুরো জলপাইগুড়ি শহর এবং সদর ব্লকের বেশির ভাগ গ্রাম প্লাবিত।

আরও পড়ুন -  বেঙ্গল ইন্টিগ্রিটি রান প্রতিযোগিতা

বাহাদুর অঞ্চলের বাসুয়া পাড়া গ্রামের মধ্যে দিয়ে বইছে নদীর জলের স্রোত, প্লাবিত বহু বিস্তীর্ণ এলাকার কৃষি জমি।

জলপাইগুড়ি শহর প্রায় পুরোটাই জ্বলমগ্ন, পৌরসভার ২৫ টি ওয়ার্ডের রাস্তাঘাট, যেন আস্ত নদীর , সকাল ১০ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২০৮ মিলিমিটার,
সব মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি শহর এবং আশপাশের গ্রাম গুলি বৃষ্টির জলে প্লাবিত।

আরও পড়ুন -  খণ্ডিত করে নদীতে ভাসালেন বাবা, মেয়ের ধর্ষককে

বিভিন্ন এলাকায় পৌরসভা এবং সদর বি ডি ওর পক্ষ থেকে পরিস্থিতি পর্যালোচনা করার কাজ শুরু করেছে প্রশাসন।

Latest News

Gold Price Today: গরমকালে সোনার দাম বেড়েছে না কমেছে, কি বলছে কলকাতার বাজারদর?

Gold Price Today: গরমকালে সোনার দাম বেড়েছে না কমেছে, কি বলছে কলকাতার বাজারদর? আজকে সোনার দাম বেড়েছে না কমেছে এই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img