ডিজিট্যাল যুগে যদি ফ্যাশনটা ডিজিটালাইজেশনের আওতায় না আনা যায় তাহলে মানুষ মনে রাখবে কি প্রকারে? সেরকমই,এই ইদুর দৌঁড়ে পা মিলিয়েছে শিশু শিল্পী ভুতু ওরফে আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee)।
View this post on Instagram
শিশু শিল্পী হিসেবেই কেরিয়ার শুরু হয় আর্শিয়ার। ভুতু ধারাবাহিক দিয়ে বিপুল জনপ্রিয়তা পায়। একটা সময় শুধু মাত্র ভুতুকে দেখার জন্য নির্দিষ্ট সময় টিভির সামনে চলে আসতেন দর্শকরা। ভুতুর মিষ্টি মিষ্টি কথা, ছোট ছোট বুদ্ধি উপভোগ করত দর্শকরা। ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় হয় যে এর হিন্দিতে রিমেক হয়। এমনকি শেষবার শ্রীকৃষ্ণভক্ত মীরা-তে দেখা গিয়েছে আর্শিয়া মুখার্জীকে।