31 C
Kolkata
Friday, March 29, 2024

সবুজায়নের তরে গাছ লাগানো চাই, হুগলী’র চুঁচুড়া শহরে বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হল

Must Read

শুভ্রা ভট্টাচার্য ও শমীক সাহাঃ  হুগলীঃ

“একটি গাছ হাজারো প্রাণ মন
গাছ লাগিয়ে করি সবুজায়ন।
“একমাত্র পৃথিবী” দূষণমুক্ত করে
তাকে আমাদের ভালো রাখা চাই,
এই বিশ্ব বসবাসের অযোগ্য হলে
প্রজন্মের আর থাকার জায়গা নাই।
“প্রাণ প্রকৃতিকে ভালো রাখার দায়
সবুজায়নের তরে গাছ লাগানো চাই
সকলে মিলে গাছ বিতরণের আনন্দ
বিশুদ্ধ বাতাসের আশে প্রাণ নব ছন্দ।”
আমরা আমাদের টীম অন্তরবীক্ষণের পক্ষ থেকে ২৫ শে জুন সকাল আট টায় এলাকা ভিত্তিক প্রায় ১৫০ টি ফল ও ফুলের গাছ বিতরণ ও লাগানোর উদ্যোগ নিলাম। গাছ দত্তক নিতে ইচ্ছুক যারা আমাদের সাথে যোগাযোগ করে দত্তক নেওয়া গাছটাকে নিজের সন্তানের মতো লালন পালন করার অঙ্গীকারে প্রতি চার মাস অন্তর আমাদের গাছটার প্রগতি ফটো সহ জানাতে সম্মতি হয়।

আরও পড়ুন -  তানজানিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের জন্য জন পম্বে মাগুফুলি-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আমাদের গাছ প্রদান অনুষ্ঠান টি রথতলা থেকে শুরু হয়ে বিবেকানন্দ ভবনে গাছ লাগিয়ে শিবতলা দূর্গাগতি হলের মাঠে গাছ লাগানো ও বিতরণের মধ্যে দিয়ে ইমামবারী গঙ্গার পাড়ে কিছু বৃক্ষরোপণের মাধ্যমে শেষ হয়। বিশ্বকে সবুজায়ন করার শুভ উদ্যোগ সাফল্য মন্ডিত হলো আজ আমাদের টীমের সকল যোদ্ধাদের আন্তরিক শুভ প্রচেষ্টায়।

আরও পড়ুন -  নতুন মা নুসরাত জাহানকে, মাতৃত্বের শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ

আমাদের আনা কলমের গাছগুলোর প্রত্যেকটাতেই ইতিমধ্যে ফুল ও ফল ধরে আছে। কলমে গাছ তাই বেশি বাড়বে না কিন্তু প্রচুর ফুল ফল দেবে। ইচ্ছে হলে মাটিতে বা টবে লাগাতে পারবেন। আমাদের প্রিয় রামপ্রসাদ দাদা খুব অল্প দামে নার্সারী থেকে গাছ গুলি কিনে আনছেন। গাছের প্রতি মমত্ববোধ বাড়াতে খুব অল্প দাম দিয়ে গাছ কিনে দত্তক নেওয়া উচিত বলে আমরা মনে করি। এছাড়া আমাদের ওই দাদার দেওয়া মাটিতে লাগানোর জন্য খেজুর, বকুল, দেবদারু, সুপারি, বট ও অশত্থ ইত্যাদি আরো অনেক গাছ ছিল। এগুলোর জন্য কোনো টাকা লাগে নি।

আরও পড়ুন -  উড়ন্ত ড্রাগন রোবট, আগুন নেভাবে

Latest News

Web Series: উল্লুর সবচেয়ে হট ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, বাচ্চাদের সামনে দেখা যাবে না

Web Series টি ১৮+উদ্ধের জন্য করা হয়েছে। এই যুগে ব্যস্ততা এত বেশি বেড়েছে মানুষের হাতে সময় নেই বলা চলে।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img