30 C
Kolkata
Thursday, April 25, 2024

Basil Leaves: অত্যন্ত উপকারী তুলসি পাতা

Must Read

 অত্যন্ত উপকারী তুলসি পাতা স্বাস্থ্যের জন্য।  আয়ুর্বেদ ওষুধ হিসেবে অধিকাংশ সময় তুলসি ব্যবহার করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ত্বকের যত্নে উপকারি তুলসি পাতা।

  • ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে তুলসি পাতা। পাতা বেটে মুখে এর পেস্ট ব্যবহার করাতে পারেন।
  • হৃদরোগের ঝুঁকি কমায় তুলসী পাতা।
  • পেটের সমস্যা দূর করে তুলসী পাতা।
  • শরীরের ব্যথা হলে কমে যায় তুলসী ব্যবহার করলে।
  •  ব্রনের সমস্যা দূর করে।
  •  স্ট্রেস কমাতে সাহায্য করে।
  • রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে তুলসি পাতা ভালো কাজ করে।
  • তুলসী’র রস খেলে দ্রুত ওজন হ্রাস পায়।
আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামে কি হেরফের ঘটল! কলকাতায় বাজারদর কত?

  • বয়সকে ধরে রাখতে সহায়তা, ত্বকের বয়সের ছাপ পরতে দেয়না।
  • ঠাণ্ডাকাশি থেকে রক্ষা পেতে তুলসী পাতা বেশ উপকারী। তুলসি পাতার সাথে আদার রস এবং মধু মিশিয়ে খেতে পারেন।
  • চোখের সমস্যা দূর করে তুলসি পাতা। রাতে কয়েকটি তুলসী পাতা জলে ভিজিয়ে রাখুন। সকালবেলা জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
আরও পড়ুন -  সোনার দামে বজায় থাকলো স্বস্তি, ভ্যালেন্টাইন্স সপ্তাহে উপহার কেনার সুবর্ণ সুযোগ

Latest News

কথা দিয়েছিলো ফিরে আসবে!

কথা দিয়েছিলো ফিরে আসবে! সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, তারা জ্বলে উঠেছে রাতের আকাশে। চাঁদের আলোয় ঝিকিমিকি করে পৃথিবী, কিন্তু তোমার অভাব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img