Lifestyle: বিছানায় সবচেয়ে বেশি সুখ দিতে পারে কোন ধরনের পুরুষরা, রোগা নাকি মোটা, সমীক্ষা কি জানালেন ?

Published By: Khabar India Online | Published On:

প্রশ্ন সকলেরই থাকে কম বেশি সঙ্গম নিয়ে। কেউ কম বয়স থেকেই জানতে চেষ্টা করে, কেউ বুড়ো বয়স পর্যন্ত জানার আগ্রহ প্রকাশ করে। এই একটা ব্যাপারে মানুষ সবসময় আগ্রহ প্রকাশ করে, তা হল মোটা হলে সঙ্গমের ইচ্ছা কমে যায় এবং সঠিক সুখ বা তৃপ্তি কি পাওয়া যায় ?

আরও পড়ুন -  এক চিমটে কর্পূরে, আপনার সংসারে সব কিছু ভালো হবে

 সেই কথা চিন্তা করেও জিমে যান। মেদহীন সুঠাম শরীর বানান যাতে করে বিনা কষ্টে সঙ্গমে লিপ্ত হওয়া যায় আর নিজেকে সেক্সি লুক দেওয়া যায়। মোটা না রোগা কারা সঙ্গমে বেশি পারদর্শী?

আরও পড়ুন -  AUKUS: ভারত প্রতিরক্ষা চুক্তিতে থাকছে না

অনেকের ধারণা মোটা হলে বা বেশি ভুঁড়ি হলে লিঙ্গ ছোট হয় এবং সঙ্গমে বাঁধা হয়ে দাঁড়ায়। কথাটি আংশিক সত্য। লিঙ্গ ছোট বড় ভুঁড়ির উপর নির্ভর করে না। তবে শারীরিক গঠন অত্যধিক পাল্টে গেল সঙ্গমের সময় অন্তরায় হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন -  সঙ্গমে অনীহা ! রান্না ঘরে থাকা পাঁচটি মশলা দিয়ে করুন সমাধান

পেট এমনই একটি অঙ্গ যেটা যত মেদহীন থাকবে তত বেশি সুবিধা সঙ্গমে। সমীক্ষায় দেখা গেছে, অধিকাংশ বিবাহিত মহিলারা মোটা পুরুষসঙ্গী নিয়ে বেশ সন্তুষ্ট তুলনামূলক রোগা পুরুষরা বিছানায় একটু হলেও কম পারদর্শী, তাই এসেছে ফলাফল।