UN: শিরিন ইসরায়েলি সেনার গুলিতে নিহত হনঃ জাতিসংঘ

Published By: Khabar India Online | Published On:

জাতিসংঘের অনুসন্ধানে জানা যায় আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ ইসরায়েলি সেনাদের গুলিতেই নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি এই কথা জানিয়েছেন।

তিনি বলেন, সাংবাদিক শিরিনকে হত্যা এবং তার সহকর্মী আলী সামৌদিকে আহত করা গুলি ইসরায়েলি সেনাদের কাছ থেকে এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিরাদের গুলিতে তার মৃত্যু হয়নি।

আরও পড়ুন -  Kedarnath: পাইলটসহ নিহত ৬, কেদারনাথে তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

উল্লেখ্য, গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন শিরিন আবু আকলেহ। ওই সময় একটি গুলি সরাসরি তার মাথায় লাগে। এই সময় তাকে হাসপাতালে দেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -  গাজায় নিহতের সংখ্যা ছাড়াল প্রায় ২৩২০০

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা জানান, ইসরায়েলের এক সেনা শিরিনের মাথায় গুলি করলে তার মৃত্যু হয়। তবে ইসরাইলের সেনারা তখন বলেছিলো, জেনিন অভিযানের সময়ে সশস্ত্র ফিলিস্তিনিরা নির্বিচারে গুলি চালাচ্ছিলো, তাদের গুলিতেই হয়তো শিরিনের মৃত্যু হয়।

আরও পড়ুন -  সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাধারণ দোকান খোলা থাকবে

নিজেদের রায় দিতে নিজস্ব মানবাধিকার পর্যবেক্ষণ পদ্ধতির পাশাপাশি ছবি, ভিডিও ও অডিওসামগ্রী পরীক্ষা করে দেখেছে জাতিসংঘের অধিকার কার্যালয়। এ ছাড়া সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, বিশেষজ্ঞদের পরামর্শ, দাপ্তরিক যোগাযোগ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে সংস্থাটি।
সূত্র : আলজাজিরা।