কলকাতার সর্ববৃহৎ ফ্যাশান ও লাইফস্টাইল মেলার অনুষ্টিত হচ্ছে দ্য পার্ক গ্যালাক্স হলে

Published By: Khabar India Online | Published On:

কলকাতার সর্ববৃহৎ ফ্যাশান ও লাইফস্টাইল মেলার অনুষ্টিত হচ্ছে দ্য পার্ক, গ্যালাক্স হলে।

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ   ২৪শে জুন শুক্রবার কলকাতার সর্ববৃহৎ ফ্যাশান ও লাইফস্টাইল মেলার ৩৮১তম সংস্করন অনুষ্টিত হচ্ছে দ্য পার্ক, গ্যালাক্স হল। ফেয়ার মিডিয়- ইন্ডিয়ান ডিজাইনার’স হাট (আইডিএইচ) কলকাতা উপস্থনা করেছে ২ দিন ব্যাপী।

আরও পড়ুন -  ইংরেজি নববর্ষ-২০২২ সালকে ঘিরে পার্ক স্ট্রিট

ফেয়ার মিডিয়া – ইন্ডিয়ান ডিজাইনার হাট (IDH) কলকাতার উদ্যোগে পার্ক হোটেলে উদ্ভোধন হয়ে গেল ‘ হার স্টোরি’ কলকাতার সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফ স্টাইল মেলার।এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পারিজাত, সুদীপা, কোম্পানির এমডি দেবাশিস চ্যাটার্জী, ঋতুপর্ণা চৌধুরী, দেবশ্রী চ্যাটার্জী এছাড়াও আরো অনেকে। সংস্থার এম ডি বলেন এখানে সব মিলিয়ে ৫০ টির বেশি স্টল আছে আর এই মেলা চলবে দুদিন ধরে।

আরও পড়ুন -  Hilsa: বাংলাদেশি ইলিশের মেলা, পুজোর আগে উপহার