Drugs: নেশার ওষুধ সহ গ্রেপ্তার ১

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ   নেশার ওষুধ সহ গ্রেপ্তার ১

গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ অভিযান চালায়ে , এদিন দুপুর নাগাদ নেশার ওষুধ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ময়নাগুড়ি বাস টার্মিনাস থেকে এদিন রামগোপাল রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এরপর তার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু নেশার ওষুধ। জানা গেছে, ধৃত ওই রামগোপাল রায়ের বাড়ি মাধবডাঙ্গা ২নং গ্রাম পঞ্চায়েতের ভুস্কারডাঙ্গা বুড়াবুড়ি থান এলাকায়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে নতুন বাজার এলাকায় এক হোলসেল ওষুধের দোকান এর কর্মচারী জড়িত আছে,তাকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে কোথা থেকে এই নেশার ওষুধ ক্রয় করতো এবং সেই গুলি কোথায় বিক্রি হতো তা জানার চেষ্টায় করছে পুলিশ। পুলিশ জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন -  Bangabandhu: ‘বঙ্গবন্ধু’ বায়োপিক, মুক্তি পেতে পারে চলতি বছরেঃ তথ্যমন্ত্রী