Naga Chaitanya: কার জন্য প্রেমে হাবুডুবু খাচ্ছেন, নাগা চৈতন্য ?

Published By: Khabar India Online | Published On:

সম্প্রতি নাগা চৈতন্য ও সামান্থার বিচ্ছেদের খবরে কষ্ট পেয়েছিলেন ভক্ত অনুরাগীরা। গত বছরের অক্টোবরে এই তারকা দম্পতি যৌথ বিবৃতির মাধ্যমে তাদের ৪ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি করেন। সামান্থা এখন তার একলা জীবন উপভোগ করছেন। এখন জোর গুঞ্জন যে নাগা চৈতন্য এক বলিউড নায়িকা তথা মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

আরও পড়ুন -  শ্বশুরবাড়িতে আমার সমস্ত গয়না আছে, নিখিল অনেক টাকা নিয়েছে , নুসরত !

জানা গেছে, নাগা হায়দরাবাদের জুবিলি হিলে এক নতুন বাংলো কিনেছেন। বাংলোটির কাজ এখনো চলছে। নাগা এখন ব্যস্ত বাংলোটিকে মনের মতো করে সাজাতে। সম্প্রতি অভিনেত্রী তথা মডেল সোবিতা ধুলিপালাকে নাগার সঙ্গে তার নতুন বাংলোতে দেখা গেছে। আমাজন প্রাইম ভিডিও-র ‘মেড ইন’ ওয়েব সিরিজে সবার নজর কেড়েছিলেন সোবিতা।

আরও পড়ুন -  ১০ হাজার কোটি টাকার এনসিডিসি আয়ুষ্মান সহকার তহবিলের সূচনা করেছেন

 এই ভবনে নাগা আর সোবিতা বেশ কিছু সময় একসঙ্গে কাটিয়েছেন বলে গুঞ্জন। এক ডিজিটাল মাধ্যমের খবর অনুযায়ী, নাগা আর সোবিতা একে অপরের সঙ্গে বেশ সাবলীল ছিলেন। আর তাদের চোখেমুখে তখন উচ্ছ্বাস ধরা পড়েছিল। এরপর তারা একসঙ্গে বাংলো থেকে বের হয়ে গাড়িতে চেপে চলে যান। তবে তাদের এর আগেও একাধিকবার একসঙ্গে দেখা গেছে।

আরও পড়ুন -  "বৃষ্টির ধারায় তোমার মনের আবদ্ধতা"

‘মেজর’ ছবির প্রচারণার জন্য সোবিতা হায়দরাবাদের যে হোটেলে উঠেছিলেন, নাগাকে সেই হোটেলে একাধিকবার দেখা গেছে। এ ছাড়া জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে এই জুটিকে দেখা গেছে।