সমস্যা আইল্যাশে হয় তা হলো, ল্যাশ পরে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, ভেঙে যাওয়া ও নতুন করে গ্রো হয় না।
পাপড়ি একটু ড্যামেজ হয়েই গিয়েছে কিন্তু চিন্তার কিছু কারন নেই। সহজ পদ্ধতি আর রুটিন নিয়মিত অভ্যাস করলে সমস্যার সমাধান পেয়ে যাবেন সুন্দর ,স্বাস্থ্যকর আইল্যাশ।
- মুখের সাথে সাথে চোখের মেকআপও যত্ন করতে হবে।
- ল্যাশ ব্রাশ দিয়ে ভালো ভাবে ব্রাশ করে নেবেন প্রতিদিন।
- ক্যাস্টর অয়েল, আর্গন অয়েল লাগাতে পারেন। এতে পাপড়ি ময়শ্চারাইজ থাকবে, সাথে নতুন পাপড়িও উঠবে।
- প্রতিদিন ভারী কোট করে মাস্কারা, ফলস আইল্যাশ করে দেখুন।
- মাস্কারা বা আঠা তোলার সময় অতিরিক্ত ঘষাঘষি করতে যাবেন না। হালকা করে হাতে চেপে মেকআপ তুলুন।
- ভিটামিন-ই আলমন্ড অয়েল ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন , তাতে পাপড়ি সফট হবে সাথে ভেঙে যাবে না।
- হেলদি ডায়েট করবেন। প্রচুর পরিমানে সবুজ শাক সবজি, জল ও ফল খাবেন।
চোখের পাপড়ি চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যেকোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই দেখে নেবেন সেটা আপনার চোখের জন্য উপযুক্ত কিনা, তাতে কোনো ক্ষতিকর কেমিক্যাল আছে নাকি। প্রতিদিনের এই ছোট ছোট খেয়ালই পারে আপনাকে সবসময় ফ্রেশ এবং স্বাস্থ্যকর রাখতে।