অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস

Published By: Khabar India Online | Published On:

বিশেষ সংবাদদাতা, কালনাঃ   “করো যোগ থাকো নিরোগ”

আর এই যোগই হোক নিরোগ থাকার মাধ্যম। অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে এই বার্তাটি সামনে রেখেই কালনা যোগ ট্রেনিং সেন্টারের উদ্যোগে যোগ দিবস পালিত হল। করোনা আবহের ফলে গত দু’বছর সংস্থার পক্ষ থেকে অনলাইনে যোগ দিবস পালিত হয়েছিল। এই বছর অফলাইনে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসে সংস্থার পক্ষ থেকে যোগের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

আরও পড়ুন -  Prime Minister Narendra Modi Birthday: মমতা-রাহুলের শুভেচ্ছা মোদির জন্মদিনে