Rashmika Mandana: ‘পুষ্প 2’-তে বড় পরিবর্তন, ভক্তদের দুঃসংবাদ

Published By: Khabar India Online | Published On:

গতবছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলেছিলো।

 ‘পুষ্পা ২’ খুব শীঘ্রই আসতে চলেছে। জানা গিয়েছে, ছবিতে অভিনেত্রীর চরিত্র কিছুটা কাট করা হয়েছে।  গোটা ছবিতে দেখা মিলবে না তার। পরিচালকের মতে, এটা নাকি ছবির গল্পকে অন্য রূপে দেখানো হবে। আসলে ‘পুষ্পা ৩’ তৈরি করার কোনো পরিকল্পনা নেই পরিচালকের। তাই ‘পুষ্পা ২’তে শ্রীভাল্লীর চরিত্রের অংশ কমিয়ে দিয়েছেন।

জানা গিয়েছে, দ্বিতীয় পার্টে মারা যাবেন শ্রীভাল্লী। এই খবর মোটেই সুখকর নয় অভিনেত্রীর অনুরাগীদের কাছে। খবর প্রকাশ্যে আসার পর থেকেই কিছুটা মন খারাপ ভক্তদের। আসন্ন ‘পুষ্পা ২’ যে দর্শকদের জন্য একরাশ চমক নিয়ে হাজির হবে।

আরও পড়ুন -  TRP: প্রথম স্থান ছিনিয়ে নিল কে? গৌরী-জগদ্ধাত্রীর মধ্যে টেক্কা!

পুষ্প ছবিতে অভিনয় করার পর থেকেই বলিউডের একাধিক পরিচালক তার কাছে ছবির অফার নিয়ে গিয়েছেন।পর্দার শ্রীভাল্লী খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।