Joe Biden: বাইডেন পড়ে গেলেন সাইকেল থেকে

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে সৈকত সংলগ্ন বাড়ির কাছে সাইকেল উল্টে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সকালবেলা সাইকেল নিয়ে বের হলে হঠাৎই ঘটে বিপত্তি। সে সময় তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জিল।

আরও পড়ুন -  US President Joe Biden: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, করোনায় আক্রান্ত

যদিও পড়ে গিয়ে কোনও চোট বা আঘাত লাগেনি তার। পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়েন তিনি এবং সবাইকে আস্বস্ত করে ৭৯ বছর বয়সী বাইডেন বলেন, ‘আমি ভালো আছি।’

এরইমধ্যে বাইডেনের সেই সাইকেল থেকে পড়ে যাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হাজার হাজার লাইকও পড়ে তাতে। অনেকে আবার এটাও বলছেন, এ কেমন আচরণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়! কেউ আবার মজার ছলে মন্তব্য করেন, এটি পুতিনের কারসাজি! ছবি: রয়টার্স।

আরও পড়ুন -  Basanti Puja: ৪৮৮ বছরের বাসন্তী পূজা, কানসোনা গ্রামে