Nia Sharma: জিন্সে-র বোতাম খোলা ! ট্রোলের মুখে নিয়া শর্মা

Published By: Khabar India Online | Published On:

নিয়া শর্মা (Nia Sharma) বারবার ট্রোলের সম্মুখীন হন,কিন্তু তাঁকে কেউ দমাতে পারেনা। বলিউডে পায়ের মাটি শক্ত করছেন নিয়া। আগে ‘ইন্ডিয়ান টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এ তাঁর পরনের ডিজাইনার পোশাক প্রশংসিত হয়েছিল। তবে নিয়ার সেই পোশাক নিয়েও কয়েকজন ট্রোল করেছিলেন। আবার সাহসী নিয়া শেয়ার করলেন আরও কয়েকটি ছবি।

আরও পড়ুন -  Urfi-Nia: টেক্কা দিচ্ছেন একে অপরকে, উর্ফি-নিয়া!

ইন্সটাগ্রামে নিয়ার শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে নীল ডেনিমের ফুলস্লিভ ক্রপ টপ। ক্রপ টপটি কলারওয়ালা শার্টের আদলে তৈরি। তার সাথে নিয়া পরেছেন লো ওয়েস্ট নীল ডেনিম ট্রাউজার। ট্রাউজারের কোমরের বোতাম খোলা। ফলে দৃশ্যমান হচ্ছে নিয়ার শরীরের নিম্নাংশ। নিজের হাত দিয়ে ট্রাউজারের খোলা অংশকে ধরে রেখেছেন তিনি। তার সাথে নিয়ার কানে রয়েছে সোনালি রঙের জাঙ্ক ইয়ারিং। চোখে নীল আইলাইনার ও ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পরেছেন নিয়া। ওয়েভি লাল চুল খোলা রেখেছেন তিনি। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে নিয়া লিখেছেন, তাঁর ডেনিমে অন্য কেউ ফিট হতে পারবেন না।

আরও পড়ুন -  T20 World Cup 2022: ফিল্ডিংয়ে পাকিস্তান, টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

ফিটনেস-সচেতন নিয়া নির্মেদ পেট পাওয়ার জন্য বোল্ড পদক্ষেপ নিতেও পিছপা হননি। একপ্রকার খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে ওয়ার্কআউটে অধিকাংশ সময় ব্যয় করতেন তিনি।