Moushumi-Omar: ওমর সানি-মৌসুমীর সংসার, পরকীয়ার জেরে ভাঙনের মুখে !

Published By: Khabar India Online | Published On:

 বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যার গাল ভরা নাম হল ঢালিউড। পরীমণি (Pori moni)র অন্তঃসত্ত্বা হওয়ার খবরের পাশাপাশি এবার বিচ্ছেদের জন্য শিরোনাম দখল করলেন ওমর সানি (Omar Sani) ও মৌসুমী (Moushumi)। নব্বইয়ের দশকে অন্যতম জুটি ছিলেন ওমর ও মৌসুমী। তাঁরা ছিলেন অনস্ক্রিন জুটি। পরবর্তীকালে বিয়ে করেন ওমর ও মৌসুমী। কিন্তু হঠাৎই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা, কেন ?

আরও পড়ুন -  Imran Khan: ক্রিকেট থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন যে ভাবে ইমরান খান

 ‘উওম্যানাইজার’ অভিনেতা জায়েদ খান (Zayed Khan)এর বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ করে বাংলাদেশের শিল্পী সমিতিতে লিখিত বয়ান দায়ের করেছেন ওমর সানি। তিনি জানিয়েছেন, মৌসুমীকে ক্রমাগত বিরক্ত করছেন জায়েদ। ফাঁস হল মৌসুমীর অডিও বার্তা যাতে রয়েছে রীতিমত চমকে দেওয়া কিছু তথ্য।

অডিও ক্লিপ সামনে আসতেই সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের বিনোদন জগত। নিজের স্বামী ওমর সানির পরিবর্তে অভিনেতা জায়েদ খানের পক্ষে কথা বলে অডিও ক্লিপে মৌসুমী জানিয়েছেন, তাঁর সাথে কর্মসূত্রে জায়েদের সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি জায়েদকে স্নেহ করেন। জায়েদও মৌসুমীকে যথেষ্ট সম্মান করেন। স্বামী ওমর সানিকে ‘ভাই’ বলে সম্বোধন করে মৌসুমী বলেছেন, তিনি জানেন না ওমর সানি ভাই কেন এই ধরনের অভিযোগ করেছেন!

আরও পড়ুন -  ভিয়েনায় জঙ্গি আক্রমণের নিন্দা করলেন প্রধানমন্ত্রী