Rooqma Ray: কবে বিয়ের পিঁড়িতে বসছেন রুকমা ? অফস্ক্রিনে

Published By: Khabar India Online | Published On:

‘দেশের মাটি’ শেষ হয়ে গেলেও রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee) ও রুকমা রায় (Rooqma Ray) এখনও অবধি দর্শকদের অন্যতম ভালোবাসার জুটি। বর্তমানে তাঁরা একসাথে অভিনয় করছেন জি বাংলায় সম্প্রচারিত নতুন সিরিয়াল ‘লালকুঠি’-তে।

 সিরিয়ালে রাহুল ও রুকমা অভিনীত চরিত্র দুটি বাঁধা পড়েছে সাত পাকে। তাঁদের একসাথে বিয়ের সাজে দেখে আপাতত অনুরাগীদের প্রশ্ন, দুটি সিরিয়ালে অনস্ক্রিন রাহুল ও রুকমার বিয়ে হলেও অফস্ক্রিন কবে হচ্ছে।

আরও পড়ুন -  Hanuma Vihari: ‘লড়াকু’ হনুমা বিহারী এক হাতে লড়াই চালালেন, ভেঙে গিয়েছে কব্জি

রুকমার গালে চুম্বনরত রাহুলের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ছবির ক্যাপশনে রাহুল লিখেছিলেন, রুকমাকে তিনি অনেক ভালোবাসেন। সাম্প্রতিক কালে রুকমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁদের অফস্ক্রিন বিয়ে কবে হবে! রুকমা হেসে উত্তর দিয়েছেন, যখন বিয়ের সময় হবে, তখন হবে। তবে আপাতত কাজের বাইরে অন্য কিছুর জন্য সময় নেই। সারাদিন এত গরমের মধ্যে বেনারসি পরে শুটিং করার পর বিয়ের পিঁড়িতে বেনারসী পরার ইচ্ছা নেই রুকমার।