Priyanka Upendra: জিতের ‘সাথী’ ছবির নায়িকা প্রিয়াঙ্কা, কোথায় হারিয়ে… !

Published By: Khabar India Online | Published On:

সময়টা 1996 সাল। কলকাতার বিখ্যাত বিউটি কনটেস্ট ‘মিস ক্যালকাটা’-র মুকুট উঠল প্রিয়াঙ্কা ত্রিবেদী (Priyanka Trivedi)র মাথায়। তাঁর পর ঝুলিতে চলে এসেছিল একরাশ বাংলা টিভি কমার্শিয়ালের অফার।

বাংলার আকাশে উদিত হল নতুন নক্ষত্র। তখন বাঙালির ঘরে ঘরে টেলিভিশন সেটে প্রিয়াঙ্কার মুখ।একটি ফটোজেনিক চেহারা দেখলেন তাঁরা। অচিরেই বাংলা ফিল্মে ডেবিউ করলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন -  Jeet: জিতের রোমান্টিক ভিডিও ভাইরাল, দেখুন

বাসু চট্টোপাধ্যায় (Basu Chatterjee) পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ফিল্মের মাধ্যমে 1998 সালে টলিউডে অভিনয় শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। এই ফিল্মে তাঁর বিপরীতে নায়ক ছিলেন ফিরদৌস (Firdaus)। বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করলেও প্রিয়াঙ্কার গ্র্যান্ড সাকসেস ছিল হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty) পরিচালিত ফিল্ম ‘সাথী’। প্রিয়াঙ্কা সেই সময় পোড় খাওয়া নায়িকা হলেও ফিল্মের নায়ক জিৎ (Jeet) ছিলেন নবাগত। কিন্তু জিৎ ও প্রিয়াঙ্কার জুটি অভাবনীয় সাফল্য এসেছিলো সেই সময়।