Jagannath Dev Bathing Festival: জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত, শিলিগুড়ি ইসকন মন্দিরে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত শিলিগুড়ি ইসকন মন্দিরে।

হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় অন্যতম সেরা উৎসব স্নানযাত্রা।

শ্রী শ্রী জগন্নাথ দেবের ভক্তদের কাছে আজ খুব গুরুত্বপূর্ণ দিন,তাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ন উৎসব । এই বিশেষ দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলেও মনে করা হয়ে থাকে । এই স্নানযাত্রা কে কেন্দ্র করে পরিচুর পুণ্যার্থীদের আনাগোনা লক্ষ করা গেলো শিলিগুড়ির ইসকন মন্দির চত্বরে । গত দুই বছর করোনার কারণে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয়নি।। এবারে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, ভক্তবৃন্দদের ঢল নামে শ্রী জগন্নাথ দেবকে নতুন বেশভূষায় সুসজ্জিত অবস্থায় দর্শনের উদ্দেশে। এই বিশেষ দিনে কৃষ্ণরুপী জগন্নাথ , সুভদ্রা ও বলভদ্র কে মোট ১০৮ টি কলস দিয়ে জল , ঘী , দই , মধু , ইত্যাদি দিয়ে শুদ্ধিকরণ করা হয় । শ্রীশ্রী জগন্নাথ দেবের ভক্তদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও ভক্তিমূলক বিষয় ।ভক্তবৃন্দ দের কাছে এই শুদ্ধিকরণ দর্শন যেনো পুণ্যের চরম শিখরে পৌঁছানোর রাস্তা ও অবশেষে অধিকরণ এর নিয়ম মেনে ভোগ বিতরণ করা হয় ইসকন মন্দিরে প্রাঙ্গণে।

আরও পড়ুন -  খালি পেটে মধু ও কালোজিরে খাওয়ার উপকারিতা
শিলিগুড়ি ইসকন মন্দির