Prosenjit Chatterjee: প্রসেনজিৎ পুত্র মিশুক, বাবার মতো অভিনেতা হবেন ভবিষ্যতে

Published By: Khabar India Online | Published On:

প্রত্যেক মা বাবাই চিন্তায় থাকেন সন্তানের ভবিষ্যত নিয়ে। সন্তান বড় হয়ে কি করবে ? বাবা মায়ের অঢেল পরিশ্রমে গড়ে ওঠে একটি সন্তানের বর্তমান ও ভবিষ্যত। বাবা হয়ে ছেলের জন্য ভাবা শুরু করেছেন ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন -  Sabyasachi Chakraborty: সব্যসাচী চক্রবর্তী হাসপাতালে ভর্তি, প্রবীণ অভিনেতার কি হয়েছে?

প্রসেনজিৎ একজন সফল মানুষ। এখনও পর্যন্ত বুম্বা দা হিট। তার অভিনয় দক্ষতা হোক বা সিনেমার ধরন দুইই পরিবর্তনশীল এবং দুইই দর্শকদের কাছে গ্রহণযোগ্য। অনেকেই ভাবেন হয়তো তার সুপুত্র অভিনয় জগতে আসবেন। কারণ, তৃষাণজিৎ হলেন স্টার কিড। সেলিব্রিটি কিড রা সাধারণত ওই পথে আসেন।

আরও পড়ুন -  Durnibar Saha: গায়ক দুর্নিবারের কথা, ‘পরকীয়া করিনি’ !