Nirab-Mithila: ট্রেলার প্রকাশ প্রথম সিনেমার জুটি, নিরব-মিথিলা

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় অভিনেতা নিরব। নতুন লুক দিয়ে দর্শকদের চমক দেখালেন তিনি। ‘অমানুষ’ সিনেমার পোস্টারে দেখা গিয়েছে তার নতুন লুক। তারপর থেকেই তার অনুরাগীরা অপেক্ষা করে আছেন ছবিটি দেখার জন্য।

  আগেই এলো ট্রেলার। সেখানে নিরব অভিনীত এ সিনেমাটির গল্পের আভাস মিলেছে।

আরও পড়ুন -  কি মনোরম দৃশ্য...

ছবিতে ওসমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। ২ মিনিট চার সেকেন্ডের ট্রেলারে দেখা যায় ডাকাত দলেরা একটি বনকে অশান্ত করে তুলেছে। অনন্য মামুনের সিনেমায় মিশা সওদাগর, ডন এমনকি নিজেকে মফিজ ডাকাত হিসেবে পরিচয় দেয়া রাশেদ মামুন অপুকেও দুর্ধর্ষ রূপ দেখা গেল ট্রেলারে।

আরও পড়ুন -  Dakshineswar Temple: দুই বছর বাদে ফের নববর্ষের দিন দক্ষিণেশ্বর মন্দিরে নেমেছে ভক্তদের ঢল

 ছবিতে নিরবের বিপরীতে জুটি হয়েছেন মিথিলা। এই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন।

আগামী ১৭ জুন সিনেমাটি মুক্তি পাবে সিনেমা হলে। নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন ও আনন্দ খালেদসহ আরও অনেকে।

আরও পড়ুন -  আবার শিরোনামে দিশাযৌন পল্লীর নাম, গ্রাহকদের কাছ থেকে মারধর করে অতিরিক্ত টাকা আদায়