Priyanka Chopra: প্রশংসায় পঞ্চমুখ হলিউড থেকে বলিউড, ফ্যাশনের নয়া স্টেটমেন্ট রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া

Published By: Khabar India Online | Published On:

ফ্যাশন দুনিয়ার প্যারিসে ফ্যাশনের নয়া স্টেটমেন্ট রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া। ডিপ নেকলাইনের সাদা কালো গাউনে তাক লাগালেন প্রিয়াঙ্কা।
প্যারিসে একটি ফ্যাশন ইভেন্টের আয়োজন করেছে ইটালিয়ান লাক্সারি ব্র্যান্ড বুলগারি। সেই ইভেন্টেই হাজির হয়েছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন -  Surprise: ‘ফর-এভার’: প্রিয়াঙ্কাকে দারুণ সারপ্রাইজ, নিকের
প্রিয়াঙ্কা চোপড়া

ডিপ নেকলাইনে গাউনের সঙ্গে বেছে নিয়েছেন হিরের নেকলেস।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পরেই প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ ফ্যাশন দুনিয়া, বাদ নেই বলিউডের নায়িকারাও। প্রিয়াঙ্কার ছবির কমেন্ট বক্সে বিদ্যা বালান লেখেন, ‘স্টানিং’। পরিণীতি চোপড়া লেখেন, ‘মিমি দি স্টানিং’। নিক জোনাস লেখেন, ‘হট’।

আরও পড়ুন -  Priyanka Chopra: মেয়েকে কোলে নিলেন প্রিয়াঙ্কা, অনুভব করলেন মাতৃত্বের স্বাদ, ১০০ দিন পর, কেন?