Fire: রাগে, দুঃখে, ক্ষোভে ও অভিমানে ধানের জমিতে নিজেরাই আগুন ধরিয়ে দিলেন

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ   জলের অভাবে লাগানো বোরো ধান জমিতেই শুকিয়ে গেছে। রাগে, দুঃখে, ক্ষোভে, অভিমানে ধানের জমিতে নিজেরাই আগুন ধরিয়ে দিলেন বাঁকুড়ার জয়পুরের পদমপুর গ্রামের চাষীরা।

আরও পড়ুন -  Parimani: জানালেন পরীমণি, ‘নারী কিসে আটকায়?’

এই গ্রামের চাষীরা জানান এই এলাকার একটা বড় অংশের মানুষ চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করেন। কিন্তু দুঃখের বিষয় সেচের ব্যবস্থা নেই। মূলতঃ বৃষ্টির জলের উপরেই তাদের নির্ভর করতে হয়। যে বছর বৃষ্টি বেশী পরিমানে হয় সেবছর ফলনও ভালো মেলে। কিন্তু চলতি বছরে কালবৈশাখীর প্রভাবে তেমন বৃষ্টি হয়নি, ফলে জমির ধান গাছ জমিতেই নষ্ট হয়েছে। ফলে রাগের বশে নিজেরাই জমিতেই ধান গাছে আগুন ধরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন -  Nipun: নিপুণ, নতুন সিনেমা দিয়ে কাজে ফিরেছেন