Food Security Day: খাদ্য সুরক্ষা দিবস পালন করা হলো দীঘায়

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, দীঘাঃ   খাদ্য সুরক্ষা দিবস পালন করা হলো দীঘায়।

রামনগর ১ ব্লক প্রশাসন এবং দিঘা ও দিঘা মোহনা কোস্টাল থানার বিশেষ উদ্যোগে মঙ্গলবার সকালে সৈকত পরিক্রমা করে এই সচেতনতা মিছিল। মিছিলে অংশগ্রহণ করেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে থাকা খাদ্য সুরক্ষা দপ্তরের অধিকারিকগণ এবং ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় ও সংশ্লিস্ট দুই থানার কর্মীরা।ওল্ড দিঘা আরম্ভ হয়ে গোটা সৈকত সরণি পরিক্রমা করে মিছিল শেষ হয় নিউ দিঘায়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে সৈকতের বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে গিয়ে খাদ্যের গুণগতমান পরীক্ষা করেন।খাদ্য সুরক্ষা আধিকারিক রণিতা সরকার জানান ‘মূলত স্ট্রিটফুটের গুণগত মান পরীক্ষা করা হল। খাদ্য সুরক্ষা বিধি মেনে চলতে বলা হয়েছে সকলকে। দিঘার পরে মন্দারমণিতে এই ধরণের কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন -  গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল!