Trinamool Procession: ১০০ দিনের কাজের টাকার দাবিতে জাতীয় সড়কে তৃণমূলের মিছিল, নাকাল পরিবহন ব্যবস্থা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   কেন্দ্রীয় সরকার দারা দুর্নীতির অভিযোগ পেয়ে আটকে দেওয়া ১০০দিনের কাজের টাকার দাবিতে জাতীয় সড়কের ওপর দিয়ে তৃণমূলের মিছিল, নাকাল পরিবহন ব্যবস্থা।

রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড় পুর গ্রামের পঞ্চায়েত এর উপ প্রধান তথা তৃণমূল কংগ্রেসের এস টি, এস সি, ও বি সি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃতে এক বিশাল মিছিল করে কেন্দ্রীয় সরকার দারা দুর্নীতির অভিযোগ পেয়ে বন্ধ করে রাখা ১০০ দিনের কাজের প্রারিশ্রমিক দ্রুত প্রদানের দাবী জানানো হয়, এদিনের এই মিছিলের জন্য চার লেনের জাতীয় সরকের একটি অংশ কার্যত অবরুদ্ধ হয়ে পরে, যার ফলে শিলিগুড়ি থেকে আসাম গামী বহু যাত্রী বাহী বাস সহ পণ্য পরিবহন ব্যবস্থা অসুবিধার মুখে পরে।

আরও পড়ুন -  UPI New Rule: ইন্টারনেট ছাড়াই টাকা পাঠাতে বড় পরিবর্তন UPI 123Pay-এ, ১ জানুয়ারি থেকে কার্যকর

মিছিল প্রসঙ্গে তৃণমূল নেতা কৃষ্ণ দাস জানান, যে ভাবে কেন্দ্রীয় সরকার আমাদের ১০০দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে রেখেছে তারই প্রতিবাদে আজকে এই হাজার হাজার মানুষের মিছিল।

আরও পড়ুন -  ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলুন এই কাজটি, না করলে বিনামূল্যে রেশন পাওয়া যাবে না