Koushani Mukherjee: হট লুকে কৌশানী! লাল-হলুদের সাথে একাকার

Published By: Khabar India Online | Published On:

 কৌশানী মুখার্জী (Koushani Mukherjee) মালদ্বীপ থেকে বেশ কয়েকটি ছবি নেটদুনিয়ায় শেয়ার করেছিলেন। বনি সেনগুপ্ত (Bonnie Sengupta)র পছন্দ হয়েছিল তাঁর ছবি। কৌশানীর জন্মদিনে বনি ও কৌশানী দুজনে ঘোষণা করেছেন একটি প্রযোজনা সংস্থা খোলার কথা, সেই মালকিন হবেন কৌশানী। এই সব কিছুর মধ্যেই লাল পোশাকে ভাইরাল হল কৌশানীর কিছু ছবি।

আরও পড়ুন -  Koushani Mukherjee: খোলা পিঠে রোদের মিষ্টি তাপ, এই রূপে মন কেড়েছেন কৌশানী

 কৌশানীর পরনে রয়েছে লাল রঙের স্প্যাগেটি স্লিভ ড্রেস।

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani)

ড্রেসটি ডিপ নেক ও নি লেংথ। সাথে আলতো করে কৌশানী ধরে রয়েছেন লাল রঙের ব্লেজার। ঠোঁটে রয়েছে লাল লিপস্টিক ও লম্বা চুল খোলা রয়েছে। হাতে রয়েছে সাদা রঙের ঘড়ি ও কানে জাঙ্ক ইয়ারিং। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে কৌশানী লিখেছেন লাল রঙের সত্ত্বার কথা। এই ছবিতে কৌশানীর ব্যাকগ্রাউন্ড হলুদ রঙের। নেটিজেনদের একাংশের অত্যন্ত পছন্দ হয়েছে কৌশানীর এই ছবি। ফ্যাশনের দিক দিয়ে দেখতে গেলে অনেকটাই পিছিয়ে কৌশানী।

আরও পড়ুন -  Nusrat Jahan: হট লুক ঘুম নেই নেটিজেনদের, মারকাটারি ফিগারে নুসরত