আর্থিক টানাপোড়েনের মধ্যে অসাধারণ সাফল্য মাধ্যমিকে, ময়নাগুড়ি থানার পক্ষ থেকে সংবর্ধনা কৃতি ছাত্রীকে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ   আর্থিক টানাপোড়েনের মধ্যে অসাধারণ সাফল্য মাধ্যমিকে কৃতি ছাত্রীর, ময়নাগুড়ি থানার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল তাকে।

বাবা মারা গিয়েছেন বার বছর আগে, অনেক কষ্ট করে মেয়ে কে পড়াশোনা শিখিয়েছেন মা। আর মেয়ের দুরন্ত  রেজাল্টে খুশি মা সহ এলাকার বাসিন্দারা। শনিবার ময়নাগুড়ি থানার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তাকে। ময়নাগুড়ি বার্নিশ এলাকার ছাত্রী তাপসী সরকার এবছর মাধ্যমিকে 618 নম্বর পেয়েছে। তার মা ময়নাগুড়ি থানার সিভিক ভলেন্টিয়ার। বহু কষ্ট করে মেয়েকে পড়াশোনা শিখিয়েছে। সামান্য বেতনে সংসারে টানাপোড়েন থাকলেও মেয়ের পড়াশোনার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়েছেন তিনি। সে মাধ্যমিকে যথাক্রমে বাংলায় 95 ইংরেজিতে 84, অংকে 96, ফিজিক্যাল সাইন্স 91, জীবন বিজ্ঞানের 82, ইতিহাসে 85 ও ভূগোলে 85 নম্বর পেয়েছে। এইদিন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস কৃতী ছাত্রী কে সংবর্ধনা দেন।

আরও পড়ুন -  Mouni Roy: স্বচ্ছ শাড়িতে উঁকি দিচ্ছে চকচকে ফর্সা শরীর, আবার ভাইরাল মৌনি!

তাপসী সরকার জানায়,ময়নাগুড়ি গার্লস স্কুল থেকে সে এই বছর মাধ্যমিক দিয়েছে। ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায়। এরপরে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে তার বলে জানায় সে।

আরও পড়ুন -  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, খেসারি লাল ও স্মৃতি সিনহার এই ভাইরাল Video Watch