Priyanka Gandhi: প্রিয়াঙ্কা গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত

Published By: Khabar India Online | Published On:

 কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কংগ্রেস সভানেত্রী ও প্রিয়াঙ্কা গান্ধীর মা সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হওয়ার খবর আসার একদিন পরই তার করোনা পজিটিভ ধরা পড়ার খবর এলো।

শুক্রবার (৩ জুন) প্রিয়াঙ্কা গান্ধী নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। এক টুইটার বার্তায় তিনি জানান, করোনার রিপোর্ট পজিটিভ, তবে তার মৃদ্যু উপসর্গ রয়েছে। তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন -  Omicron: `ওমিক্রনে` আক্রান্ত হওয়ার ঝুঁকি কাদের বেশি?

বৃহস্পতিবার (২ জুন) দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা জানান, বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার শরীরে গুরুতর উপসর্গ নেই। কংগ্রেস সভানেত্রী নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন -  Amitabh-Jaya: ৪৯ বছর পুরনো প্রথম ছবির স্মৃতিচারণ করলেন বিগ বি, ভালোবাসায় ভরে গেল

 ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সোনিয়া গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার এ বিষয়ে নোটিস পাঠানো হয় সোনিয়া গান্ধীকে।

আরও পড়ুন -  Tripura: বিজেপি চাঁদার জমানা ঘুচিয়েছে ত্রিপুরায়ঃ নরেন্দ্র মোদি

সূত্র: এনডিটিভি