War: ৬০ থেকে ১০০ সেনা হারাচ্ছে ইউক্রেন প্রতিদিন যুদ্ধে: প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধে প্রতিদিন ৬০ থেকে ১০০ ইউক্রেনীয় সেনা মারা যাচ্ছেন,আহত হচ্ছেন অন্তত ৫০০ জন।

৪৪ বছর বয়স্ক জেলেনস্কি দোভাষীর মাধ্যমে মার্কিন নিউজগ্রুপ নিউজম্যাক্সকে বলেন, ‘দেশের পূর্বাঞ্চলের পরিস্থিতি খুবই খারাপ। আমরা প্রতিদিন ৬০ থেকে ১০০ সেনা হারাচ্ছি, প্রায় ৫০০ জন আহত হচ্ছেন।’

আরও পড়ুন -  প্রযুক্তির মাধ্যমে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করবে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে সাহায্য করবে : অধ্যাপক কে বিজয় রাঘবন, মুখ্য বিজ্ঞান উপদেষ্টা

পূর্বের লুগানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় রাশিয়ান শক্তিশালী বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করার সময় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যাপক গোলাবর্ষণ এবং বিমান হামলার পাশাপাশি দীর্ঘ অবরোধের পর রুশ বাহিনী সেভেরোদোনেতস্ক শহরের নিয়ন্ত্রণের কাছাকাছি রয়েছে।

আরও পড়ুন -  Prime Minister: ভাইফোঁটা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জেলেনস্কি বলেন, ‘পূর্বাঞ্চলে আমরা আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান ধরে রেখেছি। যুদ্ধক্ষেত্র থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, রুশরাও সেখানে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।’

গত সপ্তাহে ইউক্রেন সরকার জানিয়েছে, অনুমিত হিসাবে ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে রুশরা এ পর্যন্ত ৩০ হাজারের বেশি সেনা হারিয়েছে।

আরও পড়ুন -  ইউক্রেন-রাশিয়া, বন্দি বিনিময় করলো

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

সূত্র: বাসস।